ফৌজদারি কার্যবিধি সংশোধনী-২০২৫ (CrPC Amendment-2025) থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের বাংলাদেশ জুডিশিয়াল পরীক্ষা ও বার কাউন্সিল পরীক্ষায় কাজে আসবে।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর প্রথম সংশোধনী ২০২৫ প্রণীত হয় কত তারিখে?
ক) ১০ জুলাই, ২০২৫
খ) ১২ জুলাই, ২০২৫
গ) ১০ আগস্ট, ২০২৫
ঘ) ১২ আগস্ট, ২০২৫
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর দ্বিতীয় সংশোধনী ২০২৫ প্রণীত হয় কত তারিখে?
ক) ৫ আগস্ট, ২০২৫
খ) ৭ আগস্ট, ২০২৫
গ) ১০ আগস্ট, ২০২৫
ঘ) ১২ আগস্ট, ২০২৫
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর সংশোধনী ২০২৫ রাষ্ট্রপতি সংবিধানের কত অনুচ্ছেদের ক্ষমতাবলে সংশোধনের অধ্যাদেশ প্রণয়ন করেছেন?
ক) ৯২
খ) ৯৩
গ) ৯২(১)
ঘ) ৯৩(১)
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর প্রথম সংশোধনী ২০২৫ রাষ্ট্রপতির কত নাম্বার অধ্যাদেশ?
ক) ৩০ অধ্যাদেশ
খ) ৩৬ অধ্যাদেশ
গ) ৪১ অধ্যাদেশ
ঘ) ৪৬ অধ্যাদেশ
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ২০২৫ সালের প্রথম সংশোধনীতে কোন ধারাটি নতুন করে সন্নিবেশ করা হয়?
ক) 173A
খ) 173B
গ) 174A
ঘ) 174B
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর দ্বিতীয় সংশোধনী ২০২৫ রাষ্ট্রপতির কত নাম্বার অধ্যাদেশ?
ক) ৪০ অধ্যাদেশ
খ) ৪১ অধ্যাদেশ
গ) ৪৫ অধ্যাদেশ
ঘ) ৪৭ অধ্যাদেশ
CrPC ২০২৫ এর সর্বশেষ সংশোধনী কততম সংশোধনী?
ক) প্রথম সংশোধনী
খ) দ্বিতীয় সংশোধনী
গ) তৃতীয় সংশোধনী
ঘ) চতুর্থ সংশোধনী
CrPC ২০২৫ সংশোধনীতে নিম্নের কোন ধারাগুলো নতুন করে সন্নিবেশ হয়েছে?
ক) 46A-46E, 54A
খ) 67A, 167A
গ) 173A, 173B, 264A
ঘ) উপরের সবগুলো
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ২০২৫ সালের দ্বিতীয় সংশোধনীতে Schedule V এ নিম্নের কোন ফরমটি নতুর সন্নিবেশ করা হয়?
ক) Form IA
খ) Form IB
গ) Form IC
ঘ) Form ID
ধারা ৩২
ম্যাজিষ্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন।
Sentences which Magistrates may pass
মেট্রোপলিটন ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট- ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
দ্বিতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেট- ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
তৃতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেট- ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
ফৌজদারি কার্যবিধি (সংশোধিত ২০২৫) অনুযায়ি মেট্রোপলিটন ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা নিম্নের কোনটি?
ক) ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
খ) ৫ বছর ও ৬ লক্ষ টাকা অর্থদণ্ড
গ) ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
ঘ) ৪ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৪ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
CrPC 46A ধারা অনুযায়ি বাড়ি ছাড়া অন্য কোথাও থেকে গ্রেফতার হলে কাদেরকে খবর দিবে? (সংশোধিত ২০২৫)
ক) পরিবারের সদস্যদের
খ) আত্বীয়দের
গ) বন্ধু
ঘ) উপরের যে কাউকে
CrPC 46A ধারা অনুযায়ি বাড়ি ছাড়া অন্য কোথাও থেকে গ্রেফতার হলে কত ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদেরকে খবর দিবে? (সংশোধিত ২০২৫)
ক) ৮ ঘন্টা
খ) ১০ ঘন্টা
গ) ১২ ঘন্টা
ঘ) যে কোন সময়
Memorandom of arrest- কোন ধারার সাথে সংশ্লিষ্ট (ফৌজদারী কার্যবিধি সংশোধন-২০২৫)
ক) 46A
খ) 54A
গ) 46B
ঘ) 46C
Memorandom of arrest- এর ফরম নিচের কোন তফসীলে রয়েছে? (ফৌজদারী কার্যবিধি সংশোধন-২০২৫)
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) কোনটি নয়
ধারা ৫৪
CrPC সংশোধন ২০২৫ এর ৫৪ ধারা কোন প্রকারের সংশোধন?
ক) প্রতিস্থাপিত
খ) নতুন সংযোজিত
গ) নতুন সন্নিবেশিত
ঘ) কোনটি নয়
কয়টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
ক) ০৯ টি
খ) ১০ টি
গ) ১১ টি
ঘ) ১২ টি
বিনা পরোওয়ানায় কেউ গ্রেফতার হলে তাকে অবশ্যই পুলিশ গ্রেফতারের কারণ জানাবেন কোন ধারায় আছে? (সংশোধিত ২০২৫)
ক) ৩২
খ) ৫৪
গ) ৫৪এ
ঘ) ৬৪
সমন জারির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ৬৯(৪) ধারায় নতুন পদ্ধতিগুলো হলো-
ক) SMS
খ) Voice Call
গ) Electronic Mail
ঘ) উপরের সবগুলো
ধারা ৭০
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৭০ ধারার সংশোধনীতে (২০২৫) কোন শব্দটি বিলুপ্ত করা হয়েছে?
ক) Man
খ) Weman
গ) Male
ঘ) Female
ধারা 173B(1) অনুযায়ি তদন্ত শেষ করতে হবে অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়ার পরবর্তী- (সংশোধিত ২০২৫)
ক) ৪০ দিনের মধ্যে
খ) ১ মাসের মধ্যে
গ) ৬০ দিনের মধ্যে
ঘ) ৬০ কার্যদিবসের মধ্যে
ধারা ৩৩৯খ
ফৌজদারী কার্যবিধি ৩৩৯খ (সংশোধিত ২০২৫) অনুযায়ি পলাতক আসামীর বিচার করার জন্য নির্ধারিত সময়ে আদালতে হাজির হতে আদালত নিম্নের কোনটি আদেশ দিবেন?
ক) ২টি বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশের
খ) ১ টি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশের
গ) ২ টি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের
ঘ) ১ টি বাংলা ও ১ টি ইংরেজি পত্রিকায় সংবাদ প্রকাশের
ফৌজদারী কার্যবিধি (সংশোধিত ২০২৫) অনুযায়ি নিম্নের কোন ধারাগুলো বিলুপ্ত হয়েছে?
ক) ২০০-২১০
খ) ২৫০-২৬০
গ) ৩৯০–৩৯৫
ঘ) ৪০০-৪১০
CrPC এর ২৫০ ধারা অনুযায়ি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগে অভিযুক্ত কোন ফরিয়াদি বা সংবাদদাতাকে কত টাকার বেশি ক্ষতিপূরণ দিতে বললে সে আপিল করতে পারবে? (সংশোধিত-২০২৫)
ক) ১০০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ১০০০ টাকা
ঘ) ৫০০০ টাকা
CrPC এর ২৫০ ধারা অনুযায়ি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগে অভিযুক্ত কোন ফরিয়াদি বা সংবাদদাতাকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেট কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণের জরিমানা করতে পারেন? (সংশোধিত-২০২৫)
ক) ২৫০০০ টাকা
খ) ৫০০০০ টাকা
গ) ১০০০০০ টাকা
ঘ) ১৫০০০০ টাকা
CrPC এর ২৫০ ধারা অনুযায়ি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগে অভিযুক্ত কোন ফরিয়াদি বা সংবাদদাতাকে তৃতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেট কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণের জরিমানা করতে পারেন? (সংশোধিত-২০২৫)
ক) ২৫০০০ টাকা
খ) ৫০০০০ টাকা
গ) ১০০০০০ টাকা
ঘ) ১৫০০০০ টাকা
ফৌজদারী কার্যবিধি সংশোধন-২০২৫ এর ফলে ২৫০ ধারার সংশোধনে আদালত নিম্নের কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে?
ক) ইচ্ছাধীন ক্ষমতা
খ) স্বেচ্ছাধীন ক্ষমতা
গ) বাধ্যতামূলক ক্ষমতা
ঘ) কোনটি নয়।
ফৌজদারী কার্যবিধি সংশোধন-২০২৫ এর ২৫০(১) ধারায় may এর পরীবর্তে নিম্নের কোন শব্দটি প্রতিস্থাপিত হয়েছে?
ক) might
খ) shall
গ) should
ঘ) can
CrPC এর ২৫০ ধারা অনুযায়ি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগে অভিযুক্ত কোন ফরিয়াদি বা সংবাদদাতাকে দণ্ড হিসাবে ৩০০০ টাকার পরীবর্তে কত টাকা করা হয়েছে? (সংশোধিত-২০২৫)
ক) ৫০০০ টাকা
খ) ২৫০০০ টাকা
গ) ৫০০০০ টাকা
ঘ) ১ লক্ষ টাকা
CrPC এর ৪১৩ ধারার বিধান মতে তুচ্ছ মামলার ক্ষেত্রে দায়রা আদালত বা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অনধিক ৫০০০ টাকা জরিমানা করলে নিম্নের কোনটি চলে না? (সংশোধিত-২০২৫)
ক) আপিল
খ) রিভিউ
গ) রিভিশন
ঘ) সবগুলো
CrPC এর ৪১৪ ধারার বিধান মতে সংক্ষিপ্ত বিচারে অনধিক বা সর্বোচ্চ কত টাকা জরিমানার বিরুদ্ধে আপিল চলে না? (সংশোধিত-২০২৫)
ক) ৩০০০ টাকা
খ) ৫০০০ টাকা
গ) ১০০০০ টাকা
ঘ) ১৫০০০ টাকা
[ বিঃ দ্রঃ প্রদত্ত সংশোধনীর প্রশ্নগুলো ঘুরিয়ে-ফিরিয়ে লিখলে অনেক প্রশ্ন তৈরি করা যেত। কিন্তু সহজ করার জন্য তা করা হয়নি। এজন্য প্রশ্ন ও উত্তর দুইটাই মুখস্ত করবেন ]